চল তড়িৎ বা Current Electricity নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
চল তড়িৎ বা Current Electricity নিয়ে কছু গুরুত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : রােধের উষ্ণতা সহগ কাকে বলে ?
উত্তর : 0°Cতাপমাত্রার একক রােধের কোনাে পরিবহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রােধের যে বৃদ্ধি ঘটে তাকে ঐ পরিবাহীর উপাদনের রােধের উষ্ণতা সহগ বলে।
প্রশ্ন : অতিপরিবাহীতা কাকে বলে ?
উত্তর : অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রােধ শূন্যে নেমে আসে। এ সকল পদার্থকে অতিপরিবাহী বলে। পদার্থের এ ধর্মকে অতিপরিবাহীতা বলে।
প্রশ্ন : তড়িচ্চালক শক্তি কাকে বলে ?
উত্তর : প্রতি একক আধানকে কোষ সমেত কোনাে বদ্ধ বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।
প্রশ্ন : আপেক্ষিক রােধ কাকে বলে ?
উত্তর : কোনাে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনাে পরিবাহীর রােধকে ঐ তামাত্রায় ঐ পরিবাহীর উপাদানের আপেক্ষিক রােধ বলে।
প্রশ্ন : কির্শফের ২য় সূত্রটি বিবৃত কর।
উত্তর : কোনাে বদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলাের রােধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ঐ বর্তনীর অন্তর্ভূক্ত মােট তড়িচ্চালক শক্তির সমান।
প্রশ্ন : শান্ট কাকে বলে ?
উত্তর : অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানােমিটারকে নষ্ট করতে না পারে তার জন্য গ্যালভানােমিটারের সাথে সমান্তরাল সংযােগে যে অল্পমানের রােধ সংযুক্ত করা হয় তাকে শান্ট বলে।
প্রশ্ন : শান্টের গুণক কাকে বলে ?
উত্তর : গ্যালভানােমিটারের সাথে শান্ট যুক্ত থাকলে গ্যালভানােমিটারের প্রবাহকে যে রাশি দিয়ে গুণ করলে মূল প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে শান্টের গুণক বলে।
প্রশ্ন : মিটার ব্রিজ কী ?
উত্তর : যে যন্ত্রে এক মিটার লম্বা সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কাজে লাগিয়ে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে কোনাে অজানা বােধ নির্ণয় করা হয় তাকে মিটার ব্রিজ বলে।
প্রশ্ন : নিরাপত্তা ফিউজ কাকে বলে ?
উত্তর : অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে দূর্ঘটনা এড়ানাের জন্য বাড়িতে বৈদ্যুতিক লাইনে টিন ও সীসার মিশ্রনে তৈরি যে সরু তার ব্যবহার করা হয়, তাকে নিরাপত্তা ফিউজ বলে।
প্রশ্ন : তড়িৎ কোষ কাকে বলে ?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে তড়িৎ কোষ বলে।
প্রশ্ন : কিলােওয়াট-ঘন্টা কী ?
উত্তর : এক কিলােওয়াট ক্ষমতার কোনাে যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, তাকে এক কিলােওয়াট-ঘন্টা বলে।
প্রশ্ন : কোষের হারানাে ভােল্ট কাকে বলে ?
উত্তর : কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে কোষের তড়িচ্চালক শক্তির একটি অংশ ব্যয়িত হয়, তাকে কোষের হারানাে ভােল্ট বলে। চল তড়িৎ
প্রশ্ন : তাড়ন বেগ কাকে বলে ?
উত্তর : কোনাে কোষের দুই প্রান্ত একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলাে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলাে যে গড় বেগে প্রবাহিত হয় তাকে তাড়ন বেগ বলে।