পদার্থ

ওয়ার্ম হোল এবং সময় ভ্রমণ

ওয়ার্ম হোল এবং সময় ভ্রমণ সম্পর্কে বিস্তারিত।

তাত্ত্বিকভাবেই এর অস্তিত্ব সম্পর্কে জানা গিয়েছে, এখনও দৃশ্যমান ওয়ার্মহোল পাওয়া যায়নি।

ওয়ার্ম হোলের তাত্ত্বিক অস্তিত্ব আছে কি?

 

আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে গাণিতিকভাবে এর অস্তিত্বের ব্যাপারে অনুমান করা হয়। বলা হয় এটি মহাবিশ্বের দুই স্থানের মধ্যে কিংবা আলাদা কোন মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। মানে বিলিয়ন আলোকবর্ষ পথ এটা কয়েক মিটারে পরিণত করতে সক্ষম। তবে স্পেস-টাইম ফেব্রিকে এমন টানেল তৈরি হতে/করতে অভাবনীয় শক্তি ও ভর দরকার হবে।

একটা লম্বাটে আকারের কাগজ নিন। ধরুন এর দৈর্ঘ্য ২ ফুট। এবার কাগজটি মাঝামাঝি ভাজ করে এর প্রান্তে পেন্সিল দিয়ে ছিদ্র করুন। এখন লক্ষ্য করুন আগে কাগজের এক প্রান্ত থেকে একটা পিঁপড়াকে ছেড়ে দিলে অপর প্রান্তে যেতে এর দুই ফুট পথ পাড়ি দিতে হতো, আর এখন ওই ছিদ্র দিয়ে সঙ্গে সঙ্গেই যেতে পারবে!

ওয়ার্ম হোলের তাত্ত্বিক অস্তিত্ব আছে কি?

Related Articles

Back to top button