ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২
১০-০৬-২০২২ তারিখে ফিল্ড অফিসার পদে ইসলামী ব্যাংক নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের পোষ্ট সাজানো হয়েছে।
ফিল্ড অফিসার পদে ইসলামী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২২
আজ ১০ জুন ২০২২ তারিখে ফিল্ড অফিসার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । উক্তদিন সকাল ১০:৩০ টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা ১২ টায় । লিখিত এই পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে নেওয়া হয়। যেখানে মোট ১০০ টি এমসিকিউ প্রশ্ন ছিল । দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট ৮০ নম্বরের মাঝে অনুষ্ঠিত হয়, যার প্রতিটি প্রশ্নের মান ছিল ১ নম্বর করে । এবং যেখানে ভুল প্রশ্নের উত্তরের জন্য নেগেটিভ মার্ক ছিল ০.২৫ নম্বর করে ।
উক্ত পরিক্ষার সমাধান নিয়েই আজ আমাদের আয়োজন।
ডিপার্টমেন্ট: ইসলামী ব্যাংক
পদের নাম: ফিল্ড অফিসার
পরিক্ষার ধরন: লিখিত (এমসিকিউ)
পরিক্ষার তারিখ: ১০-০৬-২০২২
পূর্নমান: ১০০
ফিল্ড অফিসার নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন? উত্তরঃ ১৭ মার্চ
২। পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়? উত্তরঃ ২৩ জুন ১৭৫৭
৩। বাংলাদেশের পতাকা প্রথম উত্তেলিত হয়? উত্তরঃ ২ মার্চ ১৯৭১
৪। ঢাকা শহরের গোড়াপত্তন হয়? উত্তরঃ মুঘল আমলে
৫। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৬। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? উত্তরঃ সুলতানী আমলে
৭। বারো ভূইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূইয়া কে ছিলেন? উত্তরঃ ঈসা খাঁ
৮। কত সালে বঙ্গভঙ্গ হয়? উত্তরঃ ১৯০৫ সালে
৯। ‘ডকুমেন্টারী হেরিটেজ’ হিসাবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে? উত্তরঃ ৬ দফা
১০। পদ্মা সেতুর দৈর্ঘ্য? উত্তরঃ ৬.১৫ কি. মি.
১১। আল কুরআনে কয়টি সূরা আছে? উত্তরঃ ১১৪ টি
১২। আল কুরআন কত বৎসর ধরে অবতীর্ণ হয়? উত্তরঃ ২৩ বৎসর
১৩। কসরের সালাত কখন পড়তে হয়? উত্তরঃ মুসাফির অবস্থায়
১৪। সিহাহ সিত্তা কী? উত্তরঃ ছয়টি হাদীস গ্রন্থ
১৫। আল-কুরআনের কোন সূরার শুরুতে ‘বিসমিল্লাহ নাই? উত্তরঃ সূরা তওবা
১৬। যাকাত বণ্টনের খাত কয়টি? উত্তরঃ ৮টি
১৭। ফসলের যাকাতকে কী বলে? উত্তরঃ ওশর
১৮। ইসলামে সুদ? উত্তরঃ হারাম
১৯। পবিত্রতা —- অঙ্গ। উত্তরঃ ঈমানের
২০। হাক্কুল ইবাদ শব্দের অর্থ? উত্তরঃ আল্লাহর হক
২১। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে
২২। Pandemic অর্থ? উত্তরঃ অতিমারী
২৩। ফরাসি বিপ্লব সংঘটিত হয়? উত্তরঃ ১৭৮৯ সালে
২৪। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী? উত্তরঃ Trans-Siberian Railway (ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে)
২৫। কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভর মহাদেশে অবস্থিত? উত্তরঃ তুরস্ক
২৬। NATO কোন ধরনের জোট? উত্তরঃ সামরিক
২৭। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তরঃ সিয়েরালিওন
২৮। গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? উত্তরঃ সময়
২৯। আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ? উত্তরঃ রাশিয়া
৩০। ATM বলেতে বোঝায়? উত্তরঃ Automated Teller Machine
৩১। ঘাটতি বাজেট কাকে বলে? উত্তরঃ আয়ের তুলনায় ব্যয় বেশি হলে
৩২। ইস্তাম্বুলের পূর্ব নাম? উত্তরঃ কনস্ট্যান্টিনোপল
৩৩। চীনের মুদ্রার নাম কী? উত্তরঃ ইউয়ান
৩৪। ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? উত্তরঃ ১৮৫৭ মালে
৩৫। ‘উত্তমাশা’ হলো একটি? উত্তরঃ অন্তরীপের নাম
৩৬। কোন প্রণালী আফ্রিকা মহাদেশেকে ইউরোপ থেকে পৃথক করেছে? উত্তরঃ জিব্রল্টার প্রণালী
৩৭। আল-জাজিরার কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? উত্তরঃ কাতার
৩৮। সবচেয়ে বড় মহাদেশ? উত্তরঃ এশিয়া
৩৯। NATO এর একমাত্র মুসলিম দেশ কোনটি? উত্তরঃ তুরস্ক
৪০। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
৪১। আল্-আকসা মসজিদ কোথায়? উত্তরঃ জেরুজালেম
৪২। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? উত্তরঃ ভাস্কো দা গামা
৪৩। দ্বীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন? উত্তরঃ সম্রাট আকবর
৪৪। কারবালা কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইরাক
৪৫। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কে বিলুপ্ত করেন? উত্তরঃ আব্রাহাম লিংকন
৪৬। সুয়েজ খাল সংযুক্ত করেছে? উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
৪৭। হরোপ্পা মহেঞ্জোদারো কোন্ সভ্যতার অন্তর্ভুক্ত? উত্তরঃ সিন্ধু
৪৮। পানামা খাল কোন মহাদেশে? উত্তরঃ উত্তর আমেরিকা
৪৯। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তরঃ চার্লজ ব্যাবেজ
৫০। মরক্কোর রাজধানী কোনটি? উত্তরঃ রাবাত
৫১। আমদানিতে চাহিদা বলতে কি বুঝায়? উত্তরঃ আকাঙ্ক্ষা ও অর্থ প্রদানের সামর্থ্য
৫২। মুদ্রাস্ফীতি কী? উত্তরঃ অর্থের মূল্য কমে আসা
৫৩। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? উত্তরঃ সিপিইউ
৫৪। ‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে? উত্তরঃ সম্রাট শাহজাহান
৫৫। রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? উত্তরঃ ভূ-কম্পন শক্তি
৫৬। রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল? উত্তরঃ এরোপ্লেন
৫৭। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করনে কে? উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস
৫৮। কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র? উত্তরঃ নেপাল
৫৯। কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে? উত্তরঃ বেরিং
৬০। OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ জেদ্দা
৬১। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উত্তরঃ উপন্যাস
৬২। ‘কপর্দকহীন’ অর্থ? উত্তরঃ বোকা
৬৩। ‘ভূত’ শব্দের বিপরীত অর্থ? উত্তরঃ ভবিষ্যত
৬৪। ‘ভানুসিকংহ কার ছদ্মনাম? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৬৫। ‘সংশয়’ এর বিপরীত শব্দ? উত্তরঃ প্রত্যয়
৬৬। কোন বানানটি সঠিক? উত্তরঃ অতিথি
৬৭। ‘ত্রিফলা’ কোন সমাস? উত্তরঃ দ্বিগু সমাস
৬৮। ‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক? উত্তরঃ অপাদান কারক
৬৯। ‘জানিবার ইচ্ছা’ এক কথায়? উত্তরঃ জিঙ্গাসা
৭০। ‘পাইবার ইচ্ছা’ এক কথায়? উত্তরঃ বুভুক্ষা
৭১। ‘সুলোচন’ শব্দের অর্থ? উত্তরঃ যার চোখ সুন্দর
৭২। ‘সারমেয়’ শব্দের অর্থ? উত্তরঃ কুকুর
৭৩। ‘ধুমকেতু’ কার ছদ্মনাম? উত্তরঃ কাজী নজরুল ইসলামের
৭৪। বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। ছন্দের যাদুকর? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৭৬। আমপারার কাব্যানুবাদ করেন? উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৭৭। ‘সব্যসাচী’ অর্থ? উত্তরঃ যার দুইহাত সমান চলে
৭৮। বাংলা ভাষার আদিরূপ? উত্তরঃ চর্যাপদ
৭৯। ‘কারাগারের রোচনামচা’ এর লেখক? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮০। শকুন্তলার অনুবাদক? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮১। They live __ catching fish. উত্তরঃ on
৮২। He has been —— ill last Friday. উত্তরঃ Since
৮৩। What is the time —- your watch. উত্তরঃ by
৮৪। “Dangerous” means- উত্তরঃ Risky
৮৫। Maiden speech means? উত্তরঃ First speech
৮৬। The verb of the word ‘soft’ is- উত্তরঃ soften
৮৭। He has been suffering —- fever. উত্তরঃ from
৮৮। Everybody should tell —- truth. উত্তরঃ the
৮৯। The verb ‘extempore’ means? উত্তরঃ without preparation
৯০। Noun of the ‘beautiful’ is- উত্তরঃ Beauty
৯১। টাকায় ৩ টি করে কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? উত্তরঃ ৫০%
৯২। ৩ × ০ × ০.৩ = ? উত্তরঃ ০
৯৩। ০.১ এর বর্গমূল কত? উত্তরঃ ০.০০১
৯৪। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? উত্তরঃ ১
৯৫। গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল? উত্তরঃ ১০০০
৯৬। ০.০২৩ এর ১% সমান কত? উত্তরঃ ০.২৩
৯৭। ০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত? উত্তরঃ ১.৫%
৯৮। ৫০ মিলিয়নে কত কোটি? উত্তরঃ ৫ কোটি
৯৯। ৫০০০ কেজিতে কত কুইন্টাল? উত্তরঃ ৫০ কুইন্টাল
১০০। ১০ একরে কত বর্গগজ? উত্তরঃ ৪৮৪০০ বর্গগজ [ ১ একরে = ৪৮৪ বর্গগজ]
ইসলামী ব্যাংক নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
কিওয়ার্ড:
ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার পরিক্ষার প্রশ্ন
ফিল্ড অফিসার পরিক্ষার প্রশ্ন
ইসলামী ব্যাংক প্রশ্ন ২০২২
ইসলামী ব্যাংক নিয়োগ পরিক্ষা ২০২২
ইসলামী ব্যাংক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২
আজকের ফিল্ড অফিসার নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ইসলামী ব্যাংক নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান ২০২২
২০২২ সালের ফিল্ড অফিসার নিয়োগের প্রশ্ন সমাধান ২০২২
আজকের ফিল্ড অফিসার নিয়োগ ২০২২ প্রশ্ন সমাধান pdf